ভল্ট কেটে ডাকাতির চেষ্টা, অনির্দিষ্টকাল বন্ধ স্টেট ব্যাংকের ঝলঝলিয়া শাখা
ব্যাংকের সাটার ভেঙে লুঠের চেষ্টার অভিযোগ উঠল মালদায়। ঘটনাটি ঘটেছে মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডিআরএম ব্রাঞ্চে। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
মঙ্গলবার সকালে ব্যাংক কর্মীরা এসে দেখেন সাটার ভাঙা। খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করে। এসবিআই-এর রিজিওনাল ম্যানেজার কাজলকুমার ভৌমিক জানান, গ্যাসকাটার দিয়ে ভল্ট কাটার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। কিন্তু পারেনি। তবে ব্যাংকের সমস্ত সিসি ক্যামেরা নষ্ট করে দিয়েছে। ফুটেজের মেশিন ভেঙে দিয়েছে। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ব্যাংক।
Comentarios