ঋণ শোধ না করায় তৃণমূল সদস্যের বাড়ি ও মিল সিল করল ব্যাংক
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঋণ শোধ না করতে পারায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি ও মুড়ির মিল সিল করল ব্যাংক কর্তৃপক্ষ। আজ দুপুরে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ওই পঞ্চায়েত সদস্যের বাড়িতে ও মিলে তালা ঝোলায় ব্যাংকের আধিকারিকরা।
রতুয়া-২ ব্লকের আড়াইডাঙ্গা গ্রামপঞ্চায়েতের গোবরজনা এলাকার বাসিন্দা তপন মণ্ডল। তিনি আড়াইডাঙ্গা গ্রামপঞ্চায়েতের তৃণমূলের নির্বাচিত সদস্য। জানা গিয়েছে, ২০০৮ সালে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ৩৫ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন তপনবাবু। দীর্ঘদিন ধরে ব্যাংকের তরফে ঋণ পরিশোধ করতে বলা হলেও ঋণ পরিশোধ করছিলেন না তৃণমূলের এই পঞ্চায়েত সদস্য। অবশেষে আজ দুপুরে পুলিশকে সঙ্গে নিয়ে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শিলিগুড়ির আধিকারিকদের উপস্থিতিতে বাড়ি ও মুড়ির মিল সিল করে দেওয়া হয়।
ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের রিকভারি এজেন্ট সুব্রত চক্রবর্তী জানান,
দীর্ঘদিন ধরে ব্যাংকের তরফে ওই ব্যক্তিকে ঋণ শোধ করার কথা বলা হয়েছিল। কিন্তু ওই ব্যক্তি ঋণ শোধ করেননি। আইনি নির্দেশ মতো আজ তাঁর বাড়ি ও মিল সিল করা হয়েছে। পরবর্তীতে না নির্দেশ আসবে সেই অনুযায়ী কাজ করা হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments