top of page

বাসন্তী পুজোয় মহাপ্রসাদ বিতরণ বন্ধ ভারত সেবাশ্রম সংঘে

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে জমায়েত এড়ানোর নির্দেশ দিয়েছে জেলাপ্রশাসন। প্রশাসনের নির্দেশিকার কোপ পড়েছে ভারত সেবাশ্রম সংঘের বাসন্তী পুজোতেও। জমায়েত এড়াতে বাসন্তীপুজোর মহাপ্রসাদ বিতরণের বদলে শুকনো প্রসাদ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে আশ্রম কর্তৃপক্ষ। প্রশাসনের নিয়ম মেনেই পুজো হবে বলে দাবি করেছে আশ্রম কর্তৃপক্ষ।


Bharat Sevashram Sangha
প্রশাসনের নিয়ম মেনেই পুজো হবে বলে দাবি করেছে আশ্রম কর্তৃপক্ষ

উল্লেখ্য, প্রতিবছরই পুরাতন মালদার সাহাপুরে ভারত সেবাশ্রম সংঘের বাসন্তী পুজো হয়ে থাকে৷ পুজোর চারদিন সেখানে লক্ষাধিক মানুষের সমাগম হয়৷ নবমীর দিন হোমে ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতো। এই পুজোকে কেন্দ্র করে বসে মেলাও। তবে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় জমায়েত এড়ানোর নির্দেশ দিয়েছে জেলাপ্রশাসন। সেই কারণেই এবার পুজোয় মহাপ্রসাদ বিতরণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আশ্রম কর্তৃপক্ষ। তবে ভক্তদের শুকনো প্রসাদ বিতরণ করা হবে। পুজোর দিনগুলিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এসে আশ্রমের পাশে থাকেন। জমায়েত এড়াতে সেই ভক্তদের জন্য কী বিকল্প ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে চিন্তিত আশ্রম কর্তৃপক্ষ।


এবার পুজোয় মহাপ্রসাদ বিতরণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আশ্রম কর্তৃপক্ষ। তবে ভক্তদের শুকনো প্রসাদ বিতরণ করা হবে।

মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন



Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page