রাম মন্দির উদ্বোধনের সাক্ষী হতে সাইকেল যাত্রা
রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানের সাক্ষী থাকতে সাইকেল যাত্রা করে উত্তর প্রদেশের উদ্দেশ্যে রওয়ানা দিল মালদা শহরের দুই যুবক। আজ দুপুরে মনস্কামনা মন্দিরে পুজো দিয়ে যাত্রা শুরু করে তাঁরা। ওই দুই যুবকের নাম রবি বিশ্বকর্মা (৩০) এবং অভিজিৎ বাসফোর (২২)।
আজ দুপুরে মনস্কামনা মন্দিরে পুজো দিয়ে উত্তর প্রদেশের উদ্দেশ্যে রওয়ানা দেন তাঁরা। শহরের সুকান্তপল্লি ও মহানন্দাপল্লির দুই যুবককে উৎসাহ দিতে হাজির ছিলেন এলাকার বহু যুবক। রবি জানান, মালদা থেকে সাইকেলে করে রাম মন্দির পৌঁছতে প্রায় ৮৫০ কিলোমিটার যেতে হবে। প্রতিদিন ৪০-৫০ কিলোমিটার যাত্রা করে ২০ জানুয়ারির মধ্যে রাম মন্দিরে পৌঁছনোর লক্ষ্য নিয়েছি। মালদা থেকে ডালখোলা, বিহারের পূর্ণিয়া, দাঁড়ভাঙ্গা, উত্তরপ্রদেশের গোরখপুর হয়ে অযোধ্যায় যাব।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments