top of page

বাড়ি তৈরি কেন্দ্র করে বিবাদ, মারধরের অভিযোগ

বাড়ি তৈরিকে কেন্দ্র করে বিবাদের জেরে কংগ্রেস কর্মীদের হাতে আক্রান্ত একই পরিবারের চার সদস্য। আক্রান্তরা বর্তমানে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে রতুয়ার চাঁদপুর অঞ্চলের রহিমারি এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


beaten-chaos-at-ratua
মাটি তোলাকে কেন্দ্র করেই প্রতিবেশীর সঙ্গে বিবাদ

আক্রান্তদের নাম দুলাল শেখ (৪৫), আবদুল খালেক (৫৫), হজরত আলি (১৮) ও সুরিয়া খাতুন (১২)। আক্রান্ত দুলাল শেখ জানান, বাড়ি করার জন্য মাটি তোলা হচ্ছিল। আর এই মাটি তোলাকে কেন্দ্র করেই প্রতিবেশী নিজামুল মিয়া মোস্তাফা শেখের সঙ্গে বিবাদ। তারা মাটি তুলতে বাধা দিলে প্রতিবাদ করা হয়। তারপরেই অভিযুক্তরা ধারালো অস্ত্র, লোহার রড নিয়ে হামলা চালায়। আবদুল সাহেবকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন পরিবারের আরও তিন সদস্য। স্থানীয়দের ঘটনাস্থলে ছুটে আসতে দেখে পালিয়ে যায় অভিযুক্তরা। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে রতুয়া ও পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করেন।



স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা সকলেই কংগ্রেস কর্মী। যদিও বিষয়টি রাজনৈতিক নয়, ব্যক্তিগত কারণেই এই ঘটনা বলে দাবি কংগ্রেস নেতৃত্বের। এদিকে, ঘটনার পর থেকেই তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page