top of page

বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষ

Updated: Mar 30, 2023

বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে আহত হলেন পাঁচজন। প্রাথমিক চিকিৎসার পর তিনজন মহিলাকে ছেড়ে দেওয়া হলে গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেলে চিকিৎসাধীন এক ব্যক্তি। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর ভগৎটোলা গ্রামে। এই ঘটনায় মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।



মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর ভগৎটোলা গ্রামের বাসিন্দা যামিনী দাস। বাড়ির কাছেই তাঁদের একটি বাগান রয়েছে। অভিযোগ, গতকাল সন্ধ্যেয় যামিনীবাবু নিজের বাড়ি সংস্কারের জন্য বাঁশ বাগানে বাঁশ কাটতে যান। সেই সময় বাঁশ কাটতে বাধা দেয় যামিনীবাবুর ভাই ও তার ছেলেরা। সেই দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয়। বচসার জেরে সংঘর্ষে আহত দুই দুই পরিবারের পাঁচজন। একই অভিযোগ করছেন আহতদের উদ্ধার করে মোথাবাড়ি স্বাস্থ্যকেন্দ্র ভরতি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত অবস্থায় দুইজনকে মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ জানিয়েছেন।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

ভিডিয়োঃ কৃতাঙ্ক

コメント


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page