শিশুদের জন্য ৪০টি আইসিইউ ও এইচডিইউ বেড কোভিড ওয়ার্ডে
করোনার তৃতীয় হামলার আগেই প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য। শিশুদের জন্য মালদা মেডিকেল কলেজের কোভিড ওয়ার্ডে ৪০টি বেড সংরক্ষিত করল মেডিকেল কর্তৃপক্ষ। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে।
উল্লেখ্য, করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের সংক্রমিত হওয়ার আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। সেই আশঙ্কার কথা মাথায় রেখেই প্রস্তুতি শুরু করেছে রাজ্য। মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, স্বাস্থ্য ভবনের নির্দেশে করোনার তৃতীয় হামলার আগে থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে৷ মেডিকেলের কোভিড ওয়ার্ডে এতদিন শিশুদের চিকিৎসার বন্দোবস্ত থাকলেও তাদের জন্য আইসিইউ ও এইচডিইউ বেড ছিল না৷ স্বাস্থ্য ভবনের নির্দেশে শিশুদের জন্য ৪০টি বেডে সংরক্ষিত করা হয়েছে। ৪০টি বেডে আইসিইউ ও এইচডিইউ পরিসেবার থাকছে। বর্তমানে কোভিড ওয়ার্ডে মালদা শহরেরই সাত মাসের একটি শিশু ভরতি রয়েছে৷ তিন দিন আগে তাকে ভরতি করা হয়৷ আপাতত সে সুস্থই রয়েছে৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments