সামনে পুর নির্বাচন। নির্বাচনের ঠিক আগে একগুচ্ছ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হল পুরাতন মালদা পুরসভায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার অলোক রাজোরিয়া, রাজ্য মহিলা কমিশনের ভাইস চেয়ারপার্সন মৌসম নূর, পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ভাইস চেয়ারম্যান চন্দনা হালদার সহ অন্যান্য অতিথিরা।
বুধবার দুপুরে অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরাতন মালদা পুরসভা সংলগ্ন এলাকায় একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, মুক্তমঞ্চ, পুরাতন মালদা পুরসভার (#OldMaldaMunicipality) নতুন ভবন এবং ক্ষুদিরাম মার্কেট কমপ্লেক্সের উদ্বোধন করা হয়। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্য মহিলা কমিশনের ভাইস চেয়ারপার্সন মৌসম নুর ঘোষণা করেন, খুব তাড়াতাড়ি এলাকায় একটি বাসস্ট্যান্ড তৈরি করা হবে। পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, এলাকায় একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এই স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত চিকিৎসা করবেন চিকিৎসকরা। এর পাশাপাশি বিনামূল্যে রক্ত পরীক্ষা করার ব্যবস্থা থাকবে সেখানে। সাংস্কৃতিক মনোজ্ঞ মানুষদের জন্য তৈরি করা হয়েছে মুক্তমঞ্চ। সেখানে গম্ভীরা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পারবেন স্থানীয় শিল্পীরা। প্রায় ২০০টি দোকান রয়েছে ক্ষুদিরাম মার্কেট কমপ্লেক্সে।
Comments