তির-ধনুক হাতে রাস্তায় বনধ সমর্থনকারীরা
ভারতের একতা ও অখণ্ডতাকে বিপদের মুখে ঠেলে দেওয়া ষড়যন্ত্রকারী শক্তির বিরুদ্ধে শনিবার ভারত বনধের ডাক দিয়েছিল বহুজন মুক্তি মোর্চা, রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চা সহ ভারত মুক্তি মোর্চা। সেই বনধের সামান্য প্রভাব পড়ল হবিবপুর থানার আইহো এলাকায়।
আজ সকালে বনধ সমর্থন করতে মালদা-নালাগোলা রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বহুজন মুক্তি মোর্চা ও বহুজন ক্লান্তি মোর্চা সদস্যরা। হাতে প্ল্যাকার্ড, ব্যানার, তীর-ধনুক, হাঁসুয়া নিয়ে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন অবরোধকারীরা। দফায় দফায় রাজ্যসড়ক অবরোধের জেরে সমস্যার সম্মুখীন হতে হয় নিত্যযাত্রীদের। অবরোধকারীদের দাবি, ভারতের একতা ও অখণ্ডতাকে বিপদের মুখে ঠেলে দেওয়া ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আজ ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। সাধারণ মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিতে তাঁরা রাস্তায় নেমেছেন।
[ আরও খবরঃ নদীতে ভেসে উঠল ছাত্রীর মৃতদেহ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments