Search
পাথর ছুঁড়ে বাসের কাঁচ ভাঙল বিক্ষোভকারীরা
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jan 8, 2020
- 1 min read
Updated: Aug 12, 2020
১৭টি গণ সংগঠনের ডাকা বুধবারের ভারত বন্ধের জেরে উত্তপ্ত হয়ে উঠল ইংরেজবাজার। সকালে শহরের রথবাড়ি এলাকায় সরকারি বাসে হামলা চালায় বিক্ষোভকারীরা। তাঁরা পাথর ছুঁড়ে বাসের কাঁচ ভেঙে দেয়। সকাল থেকেই দেখা যায় সরকারি ও বেসরকারি বাস টার্মিনাসে সার সার দিয়ে দাঁড়িয়ে আছে বাস। কিছু কর্মী কাজে এলেও বাস পরিসেবা স্বাভাবিক হতে দেখা যায় না। (#BharatBandh)
Comentarios