top of page

সদ্যোজাতকে বাড়ি ফিরিয়ে আনতে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি বাবার

প্রসূতি স্ত্রী বাড়ি ফিরবে। নার্সিংহোম থেকে আনতে যাওয়ার পথে মোটরবাইক এবং ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল স্বামী ও তাঁর বন্ধুর। আহত হয়েছেন আরও একজন। ঘটনাটি ঘটেছে চাঁচলের জিয়াগাছি এলাকা সংলগ্ন চাঁচল-সামসী রাজ্য সড়কে।


Bike collided head-on with the tractor in Chanchal
মৃত দুইজন, গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন এক

মৃতদের নাম মঞ্জুর আলম (৩১) ও দুলাল আলি (৩৬)। দুর্ঘটনায় আহত হয়েছেন মুন্না আলি। জানা গিয়েছে, মঞ্জুর আলমের স্ত্রী আরজিনা খাতুন (২৮) কন্যাসন্তানের জন্ম দেওয়ার পর একটি নার্সিংহোমে ভরতি রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রী ও সদ্যোজাত শিশুকে বাড়ি ফিরিয়ে আনতে দুই বন্ধুকে মোটরবাইকে নিয়ে নার্সিংহোমের উদ্দেশ্যে রওনা দেন মঞ্জুর আলম। জিয়াগাছি এলাকায় ট্রাক্টরের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় চালক সহ দুই বাইক আরোহীকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করেন। চিকিৎসকরা মঞ্জুর ও দুলালকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন মু্ন্না। মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page