বার্ড ফ্লু আতঙ্কে নজরদারি রাজ্যের
বার্ড ফ্লু আতঙ্কের মধ্যে মালদায় এলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল। প্রায় ঘণ্টাখানেক সিলামপুর গ্রামীণ হাসপাতালে নজরদারি চালানোর পর আক্রান্ত শিশুর বাড়িতেও যান প্রতিনিধি দলের সদস্যরা। পুরো ঘটনার পর তাঁদের নজরদাবি চলবে বলেও সাফ জানিয়েছেন ওই প্রতিনিধিদলের সদস্যরা।
উল্লেখ্য, গত বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট প্রকাশের পরই রাজ্য জুড়ে হইচই পড়ে যায়। রিপোর্টে জানানো হয়, কালিয়াচকের চার বছরের শিশু জুনাইদ মোমিন এইচ৯এন২ (H9N2) ভাইরাসের শিকার। এই খবর চাউর হতেই মালদা জেলার পাশাপাশি রাজ্য জুড়ে আতঙ্ক দেখা দেয়। বুধবারই রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছিল ঘটনা খতিয়ে দেখতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি প্রতিনিধি দল মালদায় আসতে চলেছে। গতকাল রাতে ডাঃ দীপঙ্কর মাঝির নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল মালদায় এসে পৌঁছন। আজ সকালে ওই প্রতিনিধি দলের সদস্যরা প্রথমে সিলামপুর গ্রামীণ হাসপাতালে যান। ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আলোচনা করেন৷ সেখান থেকে বেরিয়ে তাঁরা যান জুনাইদের বাড়ি৷
জুনাইদের মা নুরজাহান বিবি জানান, ছেলের এখনও অক্সিজেনের প্রয়োজন পড়ছে। আর্থিক অভাবে সঠিকভাবে ছেলের চিকিৎসা করাতে পারছি না। তাই অক্সিজেন যেন বিনামূল্যে দেওয়া হয় সেই আবেদন জানিয়েছি। এনিয়ে তাঁরা সাহায্যের আশ্বাস দিয়েছেন। কিন্তু তাঁরা একবারও ছেলেকে দেখেননি৷
ফিরে যাওয়ার পথে ডাঃ দীপঙ্কর মাঝি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এখানে বিভিন্ন রোগের সার্ভেল্যান্স নিয়ে আলোচনা করা হয়েছে। যে শিশুটি বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছিল, তাকে নিয়েও আলোচনা হয়েছে৷ তবে এই ভাইরাস আর কারও মধ্যে পাওয়া যায়নি৷ এনিয়ে আতঙ্কের কোনও কারণ নেই৷ যেসব পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল তা নেওয়া হচ্ছে। সার্ভিল্যান্স ঠিক রাখাটা বর্তমানে খুব জরুরি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments