কৃষি বিলের সমর্থনে রাস্তায় নামল বিজেপি
কৃষি বিলের সমর্থনে কৃষি সুরক্ষা পদযাত্রার আয়োজন করল মালদা জেলা বিজেপি নেতৃত্ব। আজ সকালে মালদা শহরের রথবাড়ি এলাকা থেকে একটি পদযাত্রা শহরের বিভিন্ন অংশে পরিক্রমা করে। উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, বিজেপির রাজ্য সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরি, জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল সহ অন্যান্য নেতৃত্বরা।
কৃষি বিল নিয়ে দেশ জুড়ে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এই বিলের সমর্থনে পালটা কৃষি সুরক্ষা পদযাত্রা শুরু করেছে বিজেপি। এদিন ইংরেজবাজার বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মীরা হাতে ঝাণ্ডা নিয়ে মিছিল করে এসে এই পথসভায় অংশ নেয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু জানান, কৃষকরা ব্যক্তিগত স্বাধীনতা পেয়েছেন। এখন থেকে কৃষকরা সরাসরি তাঁদের উৎপাদিত ফসল কোনোরকম দালাল ছাড়াই বিক্রি করতে পারবেন। অথচ তৃণমূল কংগ্রেস, কংগ্রেস এবং সিপিএম এই বিলের বিরোধিতা করে পথে নামছে। তাই ভারতীয় জনতা পার্টি কৃষকদের প্রতি ঘরে ঘরে গিয়ে কৃষি বিলের সমর্থনে প্রচার চালাবেন।
[ আরও খবরঃ আমসত্ত্বর বাজারে করোনার কোপ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
コメント