কোমর কষতে জেলার দুই প্রান্তে বিজেপির দুই নেতৃত্ব
- আমাদের মালদা ডিজিট্যাল
- Dec 25, 2020
- 1 min read
একুশের বিধানসভাকে পাখির চোখ করে গনির গড়ে থাবা বসাতে ছক কষতে শুরু করেছে বিজেপি। আজ মালদার দুইপ্রান্তে দুই নেতৃত্ব কর্মসূচি নেন। সকালে মালদা শহরের রবীন্দ্র ভবন মোড়ে চায়ে-পে-চর্চায় অংশ নেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু৷ অন্যদিকে, পুরাতন মালদার ডিস্কো মোড়ে অটলবিহারী বাজপেয়ীর ৯৬তম জন্মদিন পালনে অংশ নেন বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন৷
সায়ন্তনবাবু বলেন, ভোট আসতেই তৃণমূলের সরকার চাকরি দেওয়ার টোপ দিতে শুরু করেছে৷ এরা যত চাকরি দেবে বলছে, তার পাঁচগুণ বেশি লোকের কাছ থেকে টাকা নিয়েছে৷ মালদায় খুব বেশি হলে ৫০০ জনকে চাকরি দেবে৷ আর জেলার ২০ হাজার লোকের কাছ থেকে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছে৷ তৃণমূলের নেতারা এখন বিজেপিতে যোগ দিতে চাইছেন। জেলার কতজন তৃণমূল নেতা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, তা বলতে পারব না৷ কতজন যোগাযোগ করেননি, তা হয়তো চেষ্টা করে বলতে পারব৷
অন্যদিকে অরবিন্দ মেনন বলেন, তৃণমূল এখন ডুবন্ত নৌকা৷ সেই নৌকায় এখন কেউ থাকতে চাইছে না৷ তৃণমূলে পিসি আর ভাইপো ছাড়া কেউ থাকবেন না৷ গোটা রাজ্যে এখন রব উঠেছে, তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে৷
[ আরও খবরঃ গনির গড়ে দুই ফুলের টক্কর ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments