নারী নির্যাতনের প্রতিবাদে থানা ঘেরাও বিজেপি মহিলা মোর্চার
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ঘটনার প্রতিবাদে রাস্তায় নামল মালদা জেলা বিজেপি মহিলা মোর্চা। আজ দুপুরে মহিলা মোর্চার সদস্যরা বিক্ষোভ মিছিল করে ইংরেজবাজার থানা ঘেরাও করে। এদিনের কর্মসূচিতে পা মেলান দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সভানেত্রী মধুমিতা স্বর্ণকার, বিজেপির জেলা সহ সভানেত্রী মৌসুমি মিত্র সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা।
সভানেত্রী মৌসুমি মিত্র জানান,
গত বৃহস্পতিবার কালিয়াগঞ্জে একটি নাবালিকা মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এর আগে গাজোলে একটি মেয়ের ওপর নির্যাতন চালানো হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা হয়েও, উনি নিজের রাজ্যের পরিস্থিতি না দেখে উত্তরপ্রদেশ-মধ্যপ্রদেশে কি হচ্ছে তা দেখে বেড়াচ্ছেন। তাই মুখ্যমন্ত্রীর ঘুম ভাঙাতে আমাদের এই বিক্ষোভ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments