top of page

দলীয় বৈঠকে মহিলা সদস্যকে মারধর! অভিযুক্ত পঞ্চায়েত প্রধান

দলীয় বৈঠক চলাকালীন এক মহিলা পঞ্চায়েত সদস্যকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির পঞ্চায়েত প্রধান ও তাঁর অনুগামীর বিরুদ্ধে। ইতিমধ্যে এই ঘটনায় মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ৷ যদিও মারধরের ঘটনা অস্বীকার করেছেন বিজেপির জেলা সভাপতি।


মানিকচকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। পঞ্চায়েত প্রধান শক্তি মণ্ডল। ওই পঞ্চায়েতে সদস্য রয়েছেন প্রতিমা মণ্ডল। সম্প্রতি এই পঞ্চায়েতের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রতিটি দুর্নীতির অভিযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন পঞ্চায়েত প্রধান। প্রতিমাদেবীও প্রধানের বিরুদ্ধে অভিযোগে সরব হয়েছিলেন। তাঁর ছেলে বঙ্কিম মণ্ডল প্রধানের বিরুদ্ধে ব্লক ও জেলা প্রশাসনে লিখিত অভিযোগ করেছেন৷ এনিয়ে প্রতিমাদেবী ও তাঁর ছেলের সঙ্গে প্রধান ও তাঁর দলবলের বিরোধ শুরু হয়৷ মঙ্গলবার রাতে বিজেপির মানিকচকের পার্টি অফিসে বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল৷ সেখানে উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি পার্থসারথি ঘোষ, সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল সহ অন্যান্যরা। অভিযোগ, ওই বৈঠকে সবার সামনেই প্রধান শক্তি মণ্ডল ও তাঁর ঘনিষ্ঠ ঠিকাদার ফেকন মণ্ডল প্রতিমাদেবী, তাঁর ছেলে ও এক ঘনিষ্ঠকে মারধর করেন৷



প্রতিমাদেবী জানান, গৌরদার পার্টি অফিসে মিটিং ছিল৷ প্রধান আমাকে ওই বৈঠকে ডেকেছিল৷ আমি পঞ্চায়েতের সদস্য হওয়ার পাশাপাশি পূর্ত বিভাগের সঞ্চালক৷ এর আগে প্রধানের দুই অনুগামী ফেকন মণ্ডল ও দীপঙ্কর মণ্ডল মথুরাপুরের একটি আমবাগানে কপালে পিস্তল ঠেকিয়ে কাগজে সই করিয়ে নিয়েছিল৷ কাগজে সই না করলে ওরা আমার ছেলেকেও খুন করার হুমকি দিয়েছিল৷ সেই ঘটনার মীমাংসার জন্যই মিটিংয়ে আমাকে ডাকা হয়েছিল৷ এবার মিটিংয়ে সবার সামনেই ওরা আমাকে মেরেছে৷


ক্যামেরার সামনে মুখোমুখি হতে রাজি না হলেও পুরো ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্ত প্রধান শক্তি মণ্ডল। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি পার্থসারথি ঘোষ জানান, গতকালের বৈঠকে সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে৷ কর্মকর্তারা নানা ইস্যু নিয়ে আলোচনা করেছেন৷ সেখানে বাগবিতণ্ডা হওয়া স্বাভাবিক৷ তবে সেখানে কাউকে মারধর করার কোনও ঘটনা ঘটেনি৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

تعليقات


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page