top of page

নিয়োগ দুর্নীতির অভিযোগে কুশপুতুল দাহ বিজেপির

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের নিয়োগ দুর্নীতির অভিযোগে বিক্ষোভ মিছিল করে কুশপুতুল দাহ করল মালদা জেলা বিজেপি। আজ বিকেলে জেলা বিজেপি কার্যালয় শ্যামাপ্রসাদ ভবন থেকে একটি মিছিল সারা শহর পরিক্রমা করে বিশ্ববিদ্যালয়ের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকে। পরে পার্থ চট্টোপাধ্যায়ের কুশ পুতুল দাহ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা।


বিজেপির এই কর্মসূচি নিয়ে সাংবাদিক বৈঠকে দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি ঘোষ জানান, শুধু পার্থ চট্টোপাধ্যায়ই নয়, দুর্নীতিতে জড়িত রয়েছে তৃণমূলের আরও অনেকে। জেলা এবং ব্লক স্তর থেকে দুর্নীতির শিকড় রয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে হাতেনাতে ধরা পড়েছেন পার্থ চট্টোপাধ্যায়। প্রতিদিনই কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। শুধু একটি বিভাগে দুর্নীতি হয়নি। গ্রাম পঞ্চায়েত স্তর থেকে কেন্দ্রীয় প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে তৃণমূলের লোকজন। এসব দুর্নীতির বিরুদ্ধে বিজেপির লাগাতার আন্দোলন চলবে। পঞ্চায়েত স্তর থেকে শুরু করে ব্লকে ব্লকে ধর্না আন্দোলন চলবে। ১৯ থেকে ২২ অগস্ট রাজ্য জুড়ে আইন অমান্য কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page