একাধিক অভিযোগে পুরসভায় অবস্থায় বিক্ষোভ বিজেপির
- আমাদের মালদা ডিজিট্যাল
- 6 days ago
- 2 min read
ইংরেজবাজার পুরসভার বর্তমান বোর্ডের বিরুদ্ধে একাধিক অভিযোগে অবস্থান বিক্ষোভ সামিল হলেন বিজেপির নেতাকর্মীরা। কয়েক ঘণ্টার অবস্থানের পর একটি স্মারকলিপি পুরপ্রধানের হাতে তুলে দেন সংগঠনের সদস্যরা।
পুরসভার বিরোধী দলনেতা তথা বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সম্পাদক অম্লান ভাদুড়ি জানান, ইংরেজবাজার পুরসভার তৃণমূল পরিচালিত পুরবোর্ড দীর্ঘদিন ধরে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি এবং অপশাসনের এক চরম নিদর্শন হয়ে দাঁড়িয়েছে৷ কেন্দ্রীয় সরকার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য এই বোর্ডকে প্রচুর টাকা দিয়েছে৷ কিন্তু এখনও কোনও ভাগাড় তৈরি হল না৷ ভাগাড় তৈরি না হতেই নাগরিকদের কাছ থেকে জঞ্জাল কর সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে এই পুরবোর্ড। শুধু তাই নয়, পরিস্রুত পানীয় জল প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার ২০১০ সালে এই পুরসভাকে ৭২ কোটি টাকা দিয়েছে৷ ১৪ বছর পেরিয়ে গেলেও এখনও বোর্ড সেই কাজ শেষ করতে পারেনি।
অম্লান ভাদুড়ির আরও অভিযোগ, বর্ষা হলেই এই শহরে জল থইথই করে৷ অথচ যেখান দিয়ে এই জল নিকাশির ব্যবস্থা রয়েছে, সেই চাতরা বিল প্রতনিয়ত ভরাট হয়ে যাচ্ছে৷ সবাই এর প্রতিবাদ করছে৷ কিন্তু তৃণমূলের পুর বোর্ড মুখে কুলুপ এঁটে বসে রয়েছে৷ যারা বিল ভরাট করছে, তাদের সঙ্গে এই বোর্ড যুক্ত৷ শহরে প্ল্যান অনুযায়ী জায়গা ছাড়া হচ্ছে না। সবুজায়ন হচ্ছে না। অথচ নতুন নতুন বিল্ডিং নির্মাণের অনুমতি দিয়ে দেওয়া হচ্ছে৷ এতে ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে৷ এধরণের একাধিক অভিযোগে আজ বিজেপি অবস্থান বিক্ষোভের আয়োজন করেছে৷ পরে পুরসভার চেয়ারম্যানের কাছে স্মারকলিপিও দেওয়া হবে।

পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী জানান, শহরে যেমন যেমন জনসংখ্যা বাড়বে, সেই অনুযায়ী কাজ করাতে হবে৷ নতুন করে ১৫৩ কোটি টাকার প্রকল্প তৈরি করে জমা দিচ্ছি৷ সেটা অনুমোদন হলে আমরা পরিস্রুত পানীয় জল প্রকল্পে অনেকটা সফল হতে পারব৷ অবশেষে ভাগাড় নির্মাণের জায়গা মিলেছে। সেখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ শুরু হয়ে গিয়েছে৷ আপাতত জঞ্জাল সাফাইয়ের জন্য প্রতিটি ওয়ার্ডে একটি করে ছোট গাড়ি দেওয়া হয়েছে৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments