মুখ্যমন্ত্রীর ইস্তফা চেয়ে মালদা শহরে বিজেপির মিছিল
রাজ্য সরকারের বিরুদ্ধে আমফানের টাকা দুর্নীতি অভিযোগ তুলে মালদা শহরে মিছিল করল বিজেপির মহিলা মোর্চা। মালদা শহরের পুড়াটুলি এলাকা থেকে জেলা বিজেপি মহিলা মোর্চার তরফে একটি মিছিল সারা শহর পরিক্রমা করে ইংরেজবাজার থানায় শেষ হয়।
মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির মহিলা মোর্চার জেলা সভাপতি সুতপা মুখার্জি, বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল সহ অন্যান্য নেতৃত্বরা। মিছিলে আমফানের টাকা চুরির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা চেয়ে শ্লোগান দিতে থাকে বিজেপি মহিলা মোর্চার কর্মীরা। পাশাপাশি বিভিন্ন ইশ্যু নিয়ে তৃণমূলে তীব্র আক্রমণ করে বিজেপি।
[ আরও খবরঃ মেয়েদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করলেন মেয়েরাই ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments