বনধের সমর্থনে রাস্তায় নেমে মাথা ফাটল বিজেপি কর্মীর, শহরে মিশ্র প্রতিক্রিয়া
নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে, রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের ওপর হামলা করে ভোট লুঠ করার অভিযোগে গতকালই ১২ ঘণ্টার বনধ ডাকে বিজেপির রাজ্য নেতৃত্ব। আজ দুপুরে বনধের সমর্থনে বিজেপি জেলা কার্যালয় থেকে একটি মিছিল সারা শহর পরিক্রমা করে। পরে খানিকক্ষণ ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। পরে পোস্টঅফিস মোড়ে এসে বিক্ষোভ কর্মসূচি শেষ হয়। মিছিলে পা মেলান বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরি, গোপালচন্দ্র সাহা, জেলা বিজেপি নেতৃত্ব সহ ইংরেজবাজারের বিভিন্ন প্রার্থীরা।
এদিন বিজেপির ডাকা ১২ ঘণ্টা বনধের মিশ্র প্রভাব দেখা গেল মালদা শহরে। শহরের রাস্তায় তুলনামূলক কম যানবাহন দেখা যায়। বন্ধ থাকতে দেখা যায় বেশ কিছু দোকানও। তবে বিজেপির কোনও কর্মীকে বলপূর্বক দোকান বন্ধ করতে কিংবা যান চলাচল রুখতে দেখা যায়নি।
অন্যদিকে, গাজোলে বনধ সফল করতে রাস্তায় নেমে মাথা ফাটল এক বিজেপি কর্মীর। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বনধের বিরোধীতায় মিছিল করতে রাস্তায় নামে। গাজোলের বিদ্রোহী মোড়ে তৃণমূলের লোকজন বিজেপির ওপর হামলা চালায়। পুলিশের সামনেই পুরো ঘটনা ঘটলেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি।
[ আরও খবরঃ হিজাব বিতর্ক রতুয়ায়, বরখাস্তের আবেদনে বিক্ষোভ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários