Search
বীজের কালোবাজারিতে বাজারে বাড়ছে আলুর দাম, বিক্ষোভ
- আমাদের মালদা ডিজিট্যাল
- Nov 12, 2020
- 1 min read
শীতের মরশুমের শুরুতেই আলুর বীজের কালোবাজারি সহ সাত দফা দাবিতে মালদা জেলা কৃষি দফতরে ডেপুটেশন দিল মালদা জেলা বিজেপির কিষান মোর্চা। বৃহস্পতিবার সংগঠনের কর্মীরা দফতরের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকে।
বিজেপি কিষান মোর্চার সভাপতি দিলীপ রায় জানান, মরসুমের শুরুতেই আলুর বীজের কালোবাজারি হচ্ছে। যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষিরা। বাজারে বাড়ছে আলুর দাম। আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারি উদ্যোগে বিনামূল্যে আলুর বীজ প্রদান করতে হবে কৃষকদের। চাষিদের ফসল বিমার ব্যবস্থা করতে হবে। অকাল বর্ষণে আলু চাষিদের ক্ষতিপূরণ দিতে হবে। আজ সাত দফা দাবিতে জেলা সহ কৃষি দফতরে স্মারকলিপি দেওয়া হয়েছে। পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়া হলে পরবর্তীতে সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments