top of page

৫০০ টাকায় মিলছে ব্ল্যাংক জবকার্ড, চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে

৫০০ টাকার বিনিময়ে মিলছে ব্ল্যাংক জবকার্ড। বিষয়টি নজরে আসতেই পুলিশে অভিযোগ দায়ের করতে চলেছেন বিডিও। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের তুলসিহাটা গ্রামপঞ্চায়েত এলাকায়।


তুলসিহাটা গ্রামপঞ্চায়েতে ক্ষমতায় রয়েছে তৃণমূল। অভিযোগ, তুলসিহাটা গ্রামপঞ্চায়েতের একাধিক বুথে ৫০০ টাকার বিনিময়ে নতুন ব্ল্যাংক জবকার্ড পাওয়া যাচ্ছে। এনিয়ে প্রধানের কাছে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নজরে আসতেই নড়চড়ে বসেছে প্রশাসন।


এক উপভোক্তা আইনুল হক জানান, দীর্ঘদিন ধরে জবকার্ডের জন্য আবেদন করেও জবকার্ড মেলেনি। এনিয়ে পঞ্চায়েত সদস্যের সঙ্গে যোগাযোগ করলে সে জানায়, তাঁর জবকার্ড আসেনি। আজ পঞ্চায়েত দফতরের সামনে অনেককে নতুন জবকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। খোঁজখবর নিয়ে জানা যায়, ৫০০ টাকা দিলে জবকার্ড পাওয়া যাবে। স্থানীয় একটি ছেলের হাতে ৫০০ টাকা দিতেই কিছুক্ষণের মধ্যে সে নতুন জবকার্ড এনে দেয়। এরপরেই বিষয়টি নিয়ে তিনি প্রধানের কাছে অভিযোগ জানিয়েছেন।



তুলসিহাটা গ্রামপঞ্চায়েতের পশ্চিম রারিয়াল গ্রামের তৃণমূলি পঞ্চায়েত সদস্য প্রকাশকুমার দাস জানান, তাঁদের অঞ্চলে জবকার্ড নেই৷ মানুষ জবকার্ড চাইলে তাঁরা প্রধানের কাছে পাঠিয়ে দেন। মানুষ কোথা থেকে কীভাবে জবকার্ড পাচ্ছেন তা তাঁদের জানা নেই।


পঞ্চায়েতের প্রধান শকুন্তলা সিংহের স্বামী রামপ্রসাদ সিংহ জানান, এনিয়ে অভিযোগ জমা পড়েছে। তাঁরা এনিয়ে খোঁজখবর নেওয়া শুরু করেছেন। যারা এই জবকার্ড বিক্রি করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page