তৃণমূল নেতার পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ, তদন্তে পুলিশ
হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল কালিয়াচক-১ ব্লকের নওদা যদুপুর এলাকা। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই এলাকার তৃণমূল নেতার পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ হয়েছে। কীভাবে ওই পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ হল তা নিয়ে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নওদা যদুপুরের সাতঘরিয়া গ্রামে তৃণমূল নেতা মোহম্মদ সার্জেন শেখের পরিত্যক্ত বাড়িতে আজ সকাল ১১টা নাগাদ বিস্ফোরণ হয়। ওই তৃণমূল নেতার বিরুদ্ধে পুলিশে একাধিক অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে তাকে এলাকায় দেখা যায়নি বলেও দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। কে বা কারা ওই বাড়িতে বোমা রেখেছিল তা নিয়ে ধন্দে রয়েছেন স্থানীয় মানুষজন। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কালিয়াচক থানার পুলিশ। ওই বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তদন্তের পাশাপাশি বেশ কিছু নমুনা সংগ্রহ করে কালিয়াচক থানার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শক্তিশালী কোনো বোমা বিস্ফোরণেই বাড়িতে ফাটল ধরেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু আসবাবপত্রও।
স্থানীয় বাসিন্দা রাজীব শেখ জানান, সকাল ১১টা নাগাদ বিকট শব্দ হয়৷ সকলে ঘটনাস্থলে ছুটে আসে। দেখা যায় সার্জনের বাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। তবে এই বাড়িতে ৭-৮ বছর ধরে কেউ থাকে না। কীভাবে ওই বাড়িতে বোমা এল, তা বুঝতে পারছেন না এলাকার কেউই। পুলিশ ঘটনার সঠিক তদন্ত করুক।
কালিয়াচক-১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য মোহম্মদ হাসেন আলি জানান,
সাতঘরিয়া গ্রামে একজনের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে৷ এই বোমা কে বা কারা ওখানে রেখে গিয়েছে, জানা নেই৷ আমাদের অনুমান, কেউ বা কারা এলাকার শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে। পুলিশ তদন্ত করে দোষীর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários