Search
বনধ সমর্থনে অবরোধ আদিবাসী একতা পরিষদের
- আমাদের মালদা ডিজিট্যাল
- Aug 7, 2023
- 1 min read
আদিবাসীদের উপর অন্যায় অত্যাচার এবং তাঁদের বিরুদ্ধে সংসদের আইন প্রণয়নের প্রতিবাদে আজ ভারত বন্ধের ডাক দিয়েছিল রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদ। বনধ সফল করতে আজ সকাল থেকে পিকেটিং শুরু করে আদিবাসী একতা পরিষদের সদস্যরা। সকালে হবিবপুর ব্লকের আইহো বাসস্ট্যান্ডে অবরোধ শুরু করে সংগঠনের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হবিবপুর থানার পুলিশ।
আদিবাসী একতা পরিষদের পক্ষে বাবুরাম কিসকু জানান,
আমাদের দাবি পূরণ না হওয়ায় আজ আমাদের ভারত বনধ কর্মসূচি চলছে। হবিবপুর ব্লকের আইহো বাস স্ট্যান্ডে আমরা বনধের সমর্থনে পিকেটিং চালাচ্ছি। ইউনিফর্ম সিভিল কোড বাতিল করা সহ আমাদের ২০ দফা দাবি রয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে।
Comentarios