top of page

পিটিয়ে খুনের অভিযোগ, জাতীয় সড়ক অবরোধ

তৃণমূলি প্রাক্তন প্রধানের স্বামীকে পিটিয়ে খুনের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের কর্মী-সমর্থকদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কালিয়াচক থানার পুলিশ। ছুটে যান মন্ত্রী সাবিনা ইয়াসমিনও। অবিলম্বে দোষীদের গ্রেফতারির দাবি তুলেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে নমাজ পড়ে বাড়ি ফিরছিলেন সুজাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান জিবু বিবির স্বামী মোস্তাফা শেখ। সুজাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মোস্তাফা তৃণমূল কর্মী হিসেবে পরিচিত৷ অভিযোগ, নমাজ শেষে বাড়ি ফেরার সময় কয়েকজনের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি৷ জানা যাচ্ছে, জুয়ার আসরের টাকাপয়সা নিয়েই সেই বিরোধ বাধে৷ এরই জেরে তাঁকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। এই খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ঘটনার প্রতিবাদে সুজাপুরে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মী-সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন।



সাবিনা বলেন, দুঃখজনক ঘটনা। টিকিট না পেয়ে তৃণমূলের কিছু লোক কংগ্রেসে যোগদান করে। তারা এখন গুন্ডারাজ শুরু করেছে। তারাই আজ মোস্তাফা সেখকে পিটিয়ে খুন করেছে। এলাকায় সন্ত্রাস তৈরি করে ভোট পাওয়ার চেষ্টা করছে ওরা।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Commentaires


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page