top of page

দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় মৃতদেহ নিয়ে অবরোধ

ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় খুনের অভিযোগ তুলেছিলেন পরিবারের লোকজন। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মৃতদেহ ফেলে রেখে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ পরিবার সহ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে মালদা শহরের পোস্ট অফিস মোড় এলাকায়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ পরিবার সহ স্থানীয় বাসিন্দাদের। সংবাদচিত্র।

মৃত যুবকের নাম হৃদয় দাস (২৭)। বাড়ি ইংরেজবাজারের ১২ নম্বর ওয়ার্ডের অরবিন্দ কলোনি এলাকায়। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে হবিবপুর থানার বুলবুলচণ্ডী নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় হৃদয়বাবুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মোবাইল এবং টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে গণ্ডগোলের জেরে হৃদয়বাবুকে খুন করা হয়েছে বলে পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়। আজ মৃতদেহটির ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হলে, পরিবারের লোকজন মৃতদেহ নিয়ে পোস্ট অফিস মোড়ে অবরোধ করে। দোষীদের শাস্তির দাবিতে টায়ার জ্বালিয়ে চলতে থাকে বিক্ষোভ। পরিবারের অভিযোগ, অভিযুক্ত যুবক নবীন ডাগা তৃণমূলের প্রভাবশালী নেতা হওয়ায় পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না।


খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ। প্রায় আড়াই ঘণ্টা অবরোধ-বিক্ষোভের পর পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেন পরিবার সহ স্থানীয় বাসিন্দারা।



Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page