ব্লাড ব্যাংকে জেলাপরিষদ সদস্যকে হেনস্তার অভিযোগ
মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে জেলাপরিষদ সদস্যকে হেনস্তার অভিযোগ দপ্তরের কর্মীর বিরুদ্ধে। এনিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন নিগৃহীত জেলাপরিষদ সদস্য। যদিও মেডিকেল কর্তৃপক্ষের দাবি, হেনস্তা নয়, কর্মীর সঙ্গে কথা কাটাকাটি হয়েছে।
মালদা জেলাপরিষদের ৫ নম্বর আসনের সদস্য তারাশংকর রায়ের অভিযোগ, গতকাল রাতে তিনি এক ব্যক্তির রক্তের জোগান দিতে একজন ডোনারকে সঙ্গে নিয়ে মালদা মেডিকেলের ব্লাড ব্যাংকে গিয়েছিলেন। সেই সময় এক ব্লাড ব্যাংকের কর্মী তাঁকে ব্লাড ব্যাংক থেকে বেরিয়ে যেতে বলেন। নিজের পরিচেয় দেওয়ার পরও ওই ব্যক্তি নিজের সিদ্ধান্তে অনড় থাকায় তিনি প্রতিবাদ করেন। এরপরেই ওই ব্যক্তি তাঁকে মারধর করে ধাক্কা মেরে বাইরে ফেলে দেয় বলে অভিযোগ। এনিয়ে আজ ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন তারাশংকর রায়।
ঘটনাপ্রসঙ্গে এমএসভিপি প্রসেনজিত বর জানান, ওই জন প্রতিনিধি টেস্টিংয়ের জায়গায় যেতে চাইছিলেন। সেখানে বাইরের কারো যাওয়ার কথা নয়। ব্লাড ব্যাংকের কর্মী তাঁকে সেখানে যেতে বাধা দিলে কর্মীর সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments