রক্তহীন ব্ল্যাড ব্যাংক, সোশ্যাল মিডিয়ায় সাড়া দিয়ে প্রাণ বাঁচাল যুবক
চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে এক যুবক রক্তদান করে বাঁচালেন প্রসূতিকে। বুধবার প্রসব যন্ত্রণা নিয়ে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন চাঁচল ২ ব্লকের জালালপুরের বাসিন্দা, মেরিনা বিবি। সন্তান প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণের জেরে মা ও সন্তানের প্রাণ নিয়ে টানাটানি শুরু হয়। তবে মেরিনা বিবি মৃত শিশু প্রসব করেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
মেরিনা বিবির পরিবারের লোকজন বি নেগেটিভ গ্রুপের রক্তের খোঁজে ছোটাছুটি করতে থাকেন। হাসপাতালের ব্লাড ব্যাংকে ওই গ্রুপের রক্ত মজুত না থাকায় ব্লাড ব্যাংকের অ্যাপসে খোঁজ শুরু করেন ওই মহিলার স্বামী আজিজুল রহমান। বালুরঘাটের হাসপাতালের ওই গ্রুপের রক্ত মজুত থাকলেও তা দুর্ঘটনায় আহতদের জন্য জরুরি ভিত্তিতে মজুত রাখা হয়েছে বলে জানানো হয় বলে জানান আজিজুল সাহেব।
অবশেষে আজিজুল সাহেব এক স্বেচ্ছাসেবী সংস্থার দ্বারস্থ হন। সোশ্যাল মিডিয়ায় ওই স্বেচ্ছাসেবী সংস্থার পোস্ট দেখে রক্ত দিতে এগিয়ে আসেন হাজাতপুরের মোস্তাফিজুর রহমান ওরফে মতি (২৯)। মোস্তাফিজুর সাহেব নিজের রক্ত দিয়ে ওই মহিলাকে বাঁচিয়ে তোলেন।
Comments