Search
রক্তের জন্য হাহাকার, মালদা মেডিকেল কলেজে তুঙ্গে সঙ্কট
- আমাদের মালদা ডিজিট্যাল
- Dec 17, 2021
- 1 min read
রিকুইজিশন স্লিপ হাতে থাকলেও খালি হাতেই ফিরতে হচ্ছে। মুমূর্ষু রোগীর জন্যেও মিলছে না এক ইউনিট রক্ত। কারণ, রক্ত নেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে। জেলার অন্যান্য নার্সিংহোমগুলিতেও প্রায় একই অবস্থা। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন রোগীর পরিজনরা।
রোগীর আত্মীয়দের দাবি, নিজে থেকে ডোনার যোগাড় না করে আনলে রক্ত পাওয়া যাচ্ছে না। মেডিকেল কলেজে রক্তের যোগান নেই। এই পরিস্থিতিতে অনেকেই রোগীর অপারেশন করাতে পারছেন না। সমস্যায় পড়েছেন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরাও। পরিস্থিতি এমন চলতে থাকলে আরও সমস্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্লাবকে রক্তদান শিবিরের আয়োজন করার দাবি জানাচ্ছেন ভারত স্কাউটস অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিলকুমার সাহা।
[ আরও খবরঃ নতুন বছরে মালদা হয়ে ছুটবে রাজধানী এক্সপ্রেস ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios