Search
পাট খেতে গুলিবিদ্ধ রক্তাক্ত মৃতদেহ
- আমাদের মালদা ডিজিট্যাল
- Aug 8, 2019
- 1 min read
Updated: Oct 27, 2020
গুলিবিদ্ধ অবস্থায় রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কালিয়াচকে। বৃহস্পতিবার দুপুরে কালিয়াচকের বাখরপুরের একটি পাট খেতের পাশে ওই মৃতদেহটিকে দেখতে পান স্থানীয়রা। মৃত ব্যক্তির নাম নূর আলম (৩২)। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়েছে পুলিশ।
কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।
প্রতিদিন মালদার টাটকা নিউজ হোয়াটস্ অ্যাপে পেতে ক্লিক করুন
Comments