Search
আবাস যোজনার কাজে রাজি না হওয়ায় শোকজ, বিক্ষোভ পুরাতন মালদায়
- আমাদের মালদা ডিজিট্যাল
- Dec 27, 2022
- 1 min read
আবাস যোজনার কাজে রাজি না হওয়ায় ১২ জন আশাকর্মীকে শোকজ করার প্রতিবাদে মৌলপুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ অফিসে তালা মেরে বিক্ষোভ আশাকর্মীদের। আশাকর্মীদের বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মালদা থানার পুলিশ।
পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমৎআরা খাতুন জানান, আবাস যোজনার সমীক্ষার কাজ না করার দাবিতে আশাকর্মীরা ইতিমধ্যে স্বাস্থ্যভবনকে জানিয়েছে। তবে দেখা যাচ্ছে পুরাতন মালদা ব্লকের বিএমওএইচ জয়দীপ মজুমদার ব্লকের আশা কর্মীদের আবাস যোজনা সমীক্ষার কাজ করতে চাপ সৃষ্টি করছে। ব্লকের ১২ জন আশাকর্মী সমীক্ষার কাজে যেতে না চাইলে তাঁদেরকে পরপর দুইবার শোকজ করা হয়েছে। এরই প্রতিবাদে মৌলপুর গ্রামীণ হাসপাতালে তাঁদের বিক্ষোভ কর্মসূচি।
ঘটনাপ্রসঙ্গে বিএমওএইচ জয়দীপ মজুমদারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
[ আরও খবরঃ ৬টি মাস্কেট ও তাজা কার্তুজ সহ ধৃত এক ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments