top of page

নৌকাডুবিতে নিখোঁজ দুই, তল্লাশি চালাচ্ছে এনডিআরএফ

গঙ্গায় নৌকাডুবির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ভূতনি চরের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কাটা বাঁধ এলাকায়। এই ঘটনায় দু’জনের নিখোঁজ হওয়ার কথা মেনে নিয়েছেন সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার মথুরাপুরে সাপ্তাহিক হাট বসে। একটি ছোট নৌকায় করে হাট থেকে ঘরে ফিরছিলেন দক্ষিণ চণ্ডীপুরের পাঁচজন। দক্ষিণ চণ্ডীপুরের কাটা বাঁধ এলাকায় আসতেই ওই নৌকো উলটে যায়। অভিযোগ, বাকিরা পাড়ে উঠলেও এক মহিলা ও এক শিশুর খোঁজ পাওয়া যাচ্ছে না।


স্থানীয় বিধায়ক সাবিত্রী মিত্র জানান, এখন কাটা বাঁধ এলাকায় নদীতে প্রচণ্ড স্রোত রয়েছে। সেখান দিয়েই একটি নৌকা কয়েকজন যাত্রী নিয়ে দক্ষিণ চণ্ডীপুরের দিকে আসছিল। স্রোতের মধ্যে পড়ে নৌকাটি উলটে যায়। খবর পেয়েছি, নৌকাটিতে পাঁচজন ছিল। তিনজন সাঁতরে পাড়ে উঠলেও দু’জন নিখোঁজ। দু’জনকে উদ্ধারের চেষ্টা চলছে।



সাবিনা ইয়াসমিন জানান, নৌকাডুবির ঘটনা শুনতে পেয়েই বিডিওর সঙ্গে কথা বলেছি। জেলা পুলিশ ও প্রশাসনের কর্তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমিও যাচ্ছি। শুনেছি, দু’জনকে পাওয়া যাচ্ছে না। আশা করছি, প্রাণহানির ঘটনা ঘটবে না।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page