Search
হবিবপুরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jun 21, 2022
- 1 min read
পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য হবিবপুরের ঋষিপুর গ্রামপঞ্চায়েত এলাকায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে ঋষিপুর গ্রামপঞ্চায়েতের ছাতরা বিলে একটি পচাগলা মৃতদেহ দেখতে পান স্থানীয় লোকজন। নিমেষে সেই খবর ছড়িয়ে পড়ে এলাকায়। এলাকার মানুষজন ওই এলাকায় ভিড় করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হবিবপুর থানার পুলিশও। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এদিকে, ঋষিপুরের বুড়িতলা এলাকার পরিতোষ মণ্ডল (৫৪) নামে এক ব্যক্তি গত ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তবে ওই পরিবারের কেউ এখনও মৃতদেহটি শনাক্ত করতে পারেননি।
[ আরও খবরঃ দুঃসাহসিক ডাকাতির ঘটনায় সোনা-রুপো সহ গ্রেফতার ৬ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments