top of page

মালদা টাউন স্টেশনে উদ্ধার রক্তাক্ত মহিলার দেহ

মালদা টাউন স্টেশন সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার। দেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসে আরপিএফ কর্মীরা।


সূত্র মারফত জানা গিয়েছে, মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের খানিকটা দূর থেকে ওই মহিলার দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ট্রেন থেকে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে। আরপিএফ কর্মীরা ওই মহিলাকে মালদা মেডিকেল কলেজে ভরতি করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। তবে এখনও পর্যন্ত ওই মহিলার নাম পরিচয় জানা যায়নি। মহিলার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।


body-of-woman-was-recovered-short-distance-from-malda-station
দেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসে আরপিএফ কর্মীরা



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page