top of page

পুকুরে যুবতির মৃতদেহ মিলল হবিবপুরে

Updated: Sep 19, 2020

এক যুবতির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হবিবপুরে। হবিবপুর থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়েছে। এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।



হবিবপুরের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে ওই যুবতি বসবাস করতেন। তাঁর স্বামী ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন। অভিযোগ, গতকাল সকালে সাড়ে সাতটা নাগাদ নিখোঁজ হয়ে যান ওই মহিলা। এলাকার বাসিন্দারা রাস্তার ধারে ওই যুবতির সাইকেল ও জুতো পড়ে থাকতে দেখেন। পরিবারের লোকজন উদ্ধার হওয়া সাইকেল ও জুতো জোড়া দেখে সুনিশ্চিত হয়ে, ওই যুবতির মিসিং ডায়ারি করেন। আজ সকালে স্থানীয় বাসিন্দারা একটি স্কুলের পাশের পুকুরে ওই যুবতির মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে কলেজের মর্গে পাঠিয়েছে হবিবপুর থানার পুলিশ।


স্থানীয় বাসিন্দাদের অনুমান, ওই যুবতিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা হয়েছে। দোষীদের শাস্তির দাবিতে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরে হবিবপুর থানার পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page