top of page

যুবতির দগ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

বিডিও অফিস থেকে সামান্য দূরে যুবতির অগ্নিদগ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য চাঁচল ২ নম্বর ব্লকের মালতিপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


চাঁচল ২ নম্বর ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তীর সরকারি কোয়ার্টার থেকে সামান্য দূরে ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সকাল সাড়ে সাতটা নাগাদ বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। মাঠে তখনও খড়ের গদায় আগুন দেখতে পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। সেই খড়ের গাদা থেকে দুটি পা বেড়িয়ে রয়েছে। দেহটি যে মহিলার তা নিয়ে সন্দেহ নেই কারও।


স্থানীয় বাসিন্দা সফিকুল ইসলাম জানান, সকালে ধান বিক্রি করতে এসে দেখি, খড়কুটো দিয়ে মাঠে দেহ পোড়ানো হয়েছে৷ তখনও জ্বলছিল৷ দেহের ৭৫ শতাংশ পুড়ে গিয়েছে৷ পুলিশ অনুমান করছে, এটা মহিলার দেহ৷ কিন্তু শুধু খড়কুটো দিয়ে একটা দেহ পোড়ানো সম্ভব নয়। আমাদের ধারণা, কোনও রাসায়নিক কিংবা অতি দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছে।


প্রতীকী ছবি।

আরেক বাসিন্দা সাইফুল আলম সিদ্দিকি জানান, অজ্ঞাতপরিচয় ওই মহিলার গোটা দেহই প্রায় পুড়ে গিয়েছে৷ শুধু পা দেখা যাচ্ছিল৷ বাকি শরীর চেনা যাচ্ছে না৷ দেহ দেখে আমাদের মহিলা বলেই মনে হয়েছে৷ তাঁর পোশাক, জুতো, নাকের সোনার ফুল সেটাই প্রমাণ করছে৷ ঘটনাস্থলে কিছু রক্তের দাগ থাকলেও তবে আমাদের ধারণা ওই মহিলাকে বাইরে কোথাও খুন করে এখানে এনে পোড়ানো হয়েছে।


চাঁচল থানার আইসি পূর্ণেন্দুকুমার কুণ্ডু জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ সামনে আসবে৷ আপাতত একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page