গলার নলি কাটা যুবকের দেহ উদ্ধার, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সাত সকালে যুবকের গলার নলি কাটা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য মালদা শহরে। মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। একের পর এক খুনের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আজ সকালে ইংরেজবাজারের গয়েশপুর এলাকায় মহানন্দা নদীতে একটি যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। এখনও পর্যন্ত মৃত যুবকের নাম পরিচয় জানা যায়নি। মৃত যুবকের পরিচয় পেতে খোঁজ শুরু করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা শামিম হোসেন জানান,
সকালে ঘটনা শুনে নদীর ঘাটে ছুটে আসি৷ কেউ বা কারা গলা কেটে এই যুবককে নদীতে ফেলে দিয়েছে৷ মৃত যুবক এই এলাকার বাসিন্দা নয়৷ এলাকার কেউ তাঁকে শনাক্ত করতে পারেনি।
ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
コメント