ফিরল যুবকের নিথর দেহ, মহাকুম্ভে নিখোঁজ মালদার আরও ১
মহাকুম্ভে গিয়ে মৃত যুবকের দেহ ফিরে এল বাড়িতে। তবে এখনও খোঁজ পাওয়া যায়নি মালদা শহরের নিখোঁজ প্রৌঢ়ের। এখনও তাঁর খোঁজে রয়েছেন পরিবারের লোকজন।
মৃত যুবকের নাম অমিয় সাহা (২৮)৷ বাড়ি কালিয়াচক ৩ নম্বর ব্লকের বীরনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চরবাবুপুর গ্রামে৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, বাবা-মা, কাকু-কাকিমাকে নিয়ে মঙ্গলবার প্রয়োগরাজে পৌঁছন অমিয়৷ মৌনি অমাবস্যায় পূণ্যস্নান সেরে তাঁরা বাস স্ট্যান্ডের দিকে ফিরছিলেন৷ প্রবল ভিড়ে তাঁদের দল ছন্নছাড়া হয়ে যায়। কোনোমতে সকলে গাড়ির কাছে পৌঁছন। বাস স্ট্যান্ডে পৌঁছেই হৃদরোগে আক্রান্ত হন তিনি৷ পরিবারের লোকজন তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন৷
অমিয়র বাবা প্রদীপ সাহা জানান, কুম্ভমেলায় পৌঁছে মঙ্গলবার রাতে অনেকটা পথ হাঁটতে হয়েছিল৷ থাকার কোনও ব্যবস্থা না পেয়ে শীতের মধ্যে বসে থেকে রাত কাটিয়েছি৷ ভোরবেলা স্নান সেরে গাড়ির দিকে ফিরতে শুরু করি। প্রায় ২০ কিলোমিটার হেঁটে একটি ব্রিজের উপর উঠি৷ সেখানেই ছেলে আলাদা হয়ে যায়।
আমরা স্বামী-স্ত্রী কোনোমতে স্ট্যান্ডে পৌঁছে ছেলেকে ফোন করি৷ খানিক সময় পর ছেলেও সেখানে এসে পৌঁছয়। ছেলে জানায়, ওর বুকে ধাক্কা লেগেছে৷ ব্যথা করছে৷ এরমধ্যেই ছেলে অজ্ঞান হয়ে যায়৷ তড়িঘড়ি ওকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ছেলেকে মৃত ঘোষণা করে।
হাসপাতাল কর্তৃপক্ষ ছেলের মৃতদেহ সেখানে জমা দিতে বলেছিল৷ কিন্তু আমরা তাতে রাজি হইনি৷ গাড়িতেই ছেলেকে নিয়ে ফিরে এসেছি৷ ওখান থেকে ছেলের মৃত্যু সংক্রান্ত কাগজপত্রও দেওয়া হয়নি৷ গতকাল রাতে প্রশাসনের লোক বাড়িতে এসেছিল৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments