পঞ্চায়েত অফিস থেকে সামান্য দূরত্বে বোমা উদ্ধার, চাঞ্চল্য
পঞ্চায়েত অফিস থেকে তিনশো মিটার দূরত্বে উদ্ধার বোমা। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েছে বম্ব স্কোয়াড।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে চাঁচলের মহানন্দপুর পঞ্চায়েত অফিসের পেছন দিকে কলাবাগানে তুষ ভরতি ব্যাগ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় চাঁচল থানায়। খবর পেয়ে চাঁচল থানার আইসি সুকুমার দাসের নেতৃত্বে পুলিশবাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েছে বম্ব স্কোয়াডও।
পঞ্চায়েত থেকে সামান্য দূরে বোনা উদ্ধারের ঘটনার সঙ্গে রাজনীতির যোগ রয়েছে বলে মনে করছে রাজনীতিবিদরা। উল্লেখ্য, দু’মাস আগেই মহানন্দপুর পঞ্চায়েতে অনাস্থা আনে তৃণমূল কংগ্রেস। কংগ্রেসকে সরিয়ে পঞ্চায়েতের ক্ষমতা দখল করে তৃণমূল। কংগ্রেসের অভিযোগ, নতুন বোর্ড গড়ার সময় পদ পাওয়ার জন্য তৃণমূলের লোকেরা বোমা মজুত করেছিল। তৃণমূলের পালটা অভিযোগ, ক্ষমতায় থাকতে কংগ্রেস লোকজন বোমা বিস্ফোরণের ছক কষেছিল।
[ আরও খবরঃ বৈষ্ণবনগরে বজ্রাঘাতে মৃত্যু ব্যবসায়ীর ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
تعليقات