রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত এলাকা থেকে উদ্ধার তাজা বোমা
রাজনৈতিক বিবাদের জেরে গতকাল উত্তপ্ত হয়ে উঠেছিল রতুয়া ১ নম্বর ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখনও এলাকায় টহল দিচ্ছে পুলিশ। গ্রেপ্তারি এড়াতে গ্রাম ছাড়া হয়ে রয়েছেন কংগ্রেস ও তৃণমূলের নেতারা। এরই মধ্যে এলাকা থেকে উদ্ধার পাঁচটি তাজা বোমা। বোমাগুলি কংগ্রেস ও তৃণমূল নেতার বাড়ির পাশ থেকেই পাওয়া গিয়েছে বলে খবর। তবে দুই নেতা পলাতক থানায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু হওয়া ঝামেলার জেরে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে রামপুর। কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষের জেরে এলাকার বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ওঠে। সংঘর্ষে আহত হয়েছিলেন দু’পক্ষের আটজন। শেষ পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রেপ্তারি এড়াতে গতকাল থেকেই গা ঢাকা দিয়েছেন এলাকার পুরুষরা।
গতকাল গ্রামে তল্লাশি চালিয়ে পাঁচটি তাজা বোমা উদ্ধার করে রতুয়া থানার পুলিশ। এরমধ্যে তিনটি বোমা উদ্ধার হয়েছে তৃণমূল নেতা মোস্তাফার বাড়ির পাশ থেকে। বাকি দুটি বোমা উদ্ধার হয়েছে কংগ্রেস নেতা সাদিকুল ইসলামের বাড়ির পেছন থেকে। তবে গতকাল থেকে দুই নেতা গা ঢাকা দিয়ে রয়েছেন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Kommentare