top of page

বিস্ফোরণের ঘটনায় ধৃত ৪, মজুত করা বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড

কালিয়াচকের গোলাপগঞ্জের গোপালনগরে বোমা বিস্ফোরণের ঘটনায় চারজনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাস্থল থেকে ৩৪টি তাজা বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে।


উল্লেখ্য, রবিবার দুপুরে কালিয়াচকের গোলাপগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গোপালনগর গ্রামে বোমা বিস্ফোরণে আহত হয় পাঁচ শিশু। আহতদের মধ্যে তিনজন স্থানীয় হাসপাতালে, একজন মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। গুরুতর আহত এক শিশুকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে। ঘটনার পরই পুরো এলাকা ঘিরে ফেলে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দুই জার বোমা। দুটি জার থেকে মোট ৩৪টি তাজা বোমা উদ্ধার হয়। বোমাগুলি আজ নিষ্ক্রিয় করা হয়েছে। এদিকে, বোমা মজুতের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম এমাজউদ্দিন মিঞা, ইলিয়াস আলি, মাসিদুল হক ও জাসমাত মিঞা। ধৃতরা গোলাপগঞ্জের গোপালনগর গ্রামের বাসিন্দা।


জেলা পুলিশসুপার অমিতাভ মাইতি জানান, বোমা মজুত করার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় আরও বোমা মজুত রয়েছে কি না তা খতিয়ে দেখতে বেশ কয়েকটি টিম তৈরি করা হয়েছে। বোমা মজুতের ঘটনার সঙ্গে জমির মালিকের কোনও সম্পর্ক রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page