top of page

মানিকচকে গোয়ালঘর থেকে উদ্ধার ১২টি বোমা, নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড

বাড়ির পাশের গোয়ালঘর থেকে উদ্ধার ১২টি বল বোমা। বোমাগুলিকে নিষ্ক্রিয় করেছে বম্ব স্কোয়াড। ওই গোয়ালঘরের মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মানিকচক থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মানিকচকে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে ধরমপুর অঞ্চলের জেসরোতটোলা এলাকায় বোমা থাকার সন্দেহে মানিকচক থানার পুলিশ একটি বাড়ি ঘিরে ফেলে। হইচই পড়ে যায় পুরো এলাকায়। এরই মধ্যে এলাকা চাউর হয়ে যায়, ওই বাড়িতে বোমা মজুত রয়েছে। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকেল নাগাদ বম্ব স্কোয়াড ওই বাড়ি সংলগ্ন গোয়ালঘরের পাশে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে ১২টি বল বোমা উদ্ধার করে। পরে উদ্ধার হওয়া বোমাগুলিকে নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড।


মানিকচক থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে,

এই ঘটনায় ওই বাড়ির মালিক আব্দুল কালামকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আব্দুল দিনমজুরের কাজ করেন। কীভাবে ওই এলাকায় উদ্ধার হওয়া বোমাগুলি এল তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। পঞ্চায়েত নির্বাচনের আগে বোমা মজুত করা হচ্ছিল কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে মানিকচক থানার পুলিশ।

আরও জানা যায়, জেসারতটোলা ও সংলগ্ন এলাকায় মাঝেমধ্যেই বোমাবাজির ঘটনা ঘটে৷ এনিয়ে পুলিশি তদন্ত চলছিল৷ তখনই উঠে আসে আবদুল কালামের নাম৷ পুলিশের কাছে খবর আসে আবদুল কালামের বাড়িতেও বোমা মজুত রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে হানা দেয়।



স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, সকাল হতেই পুলিশ গ্রামে আসে৷ পুলিশ গ্রামে আসার কারণ কী, তা কেউ বুঝতে পারেনি৷ পরে শুনি, আবদুল কালামকে গ্রেফতার করা হয়েছে৷ ওর বাড়িতে নাকি বোমা মজুত করা রয়েছে৷ আব্দুল দিনমজুরি করে। ওর বাড়িতে বোমা থাকার কথা কেউ ভাবতেই পারেনি।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page