top of page

পুকুর দখল নিয়ে ভূতনিতে বোমাবাজি, ধৃত ৮

পুকুর দখল করাকে কেন্দ্র করে বোমাবাজির অভিযোগ ভূতনির উত্তর চণ্ডীপুর পুলিনটোলা ডাব এলাকায়। এই ঘটনায় আট জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করেছে পুলিশ।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে পুকুরের মাছ দখলকে কেন্দ্র করে গণ্ডগোল ছিল। গতকাল সন্ধেয় এক পক্ষ পুকুরে জাল ফেলে মাছ ধরার চেষ্টা করলে অন্যপক্ষ বাধা দেয়। এরপরেই দুপক্ষের মধ্যে গণ্ডগোল বেধে যায়। অভিযোগ এলাকায় ব্যাপক বোমাবাজিও হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ভূতনি থানার পুলিশ। পুলিশবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতভর অভিযান চালিয়ে এই ঘটনায় আটজনকে গ্রেফতার হয়। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করেছে পুলিশ।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Komentar


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page