গভীর রাতে বাড়িতে বোমাবাজি, অভিযোগের তির প্রাক্তন স্বামীর দিকে
বিবাহ বিচ্ছেদ মেনে না নিতে পেরে প্রাক্তন স্ত্রীর বাড়িতে বোমাবাজির অভিযোগ স্বামীর বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত স্বামী। গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়।
হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ঝিকোডাঙা এলাকার বাসিন্দা হালিমা পারভিন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৪ বছর আগে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা মহম্মদ রহিমের সঙ্গে বিয়ে হয় হালিমার। অভিযোগ, বিয়ের পর থেকেই হালিমার ওপর অত্যাচার চালাত রহিম। অবশেষে এক সময় বিবাহ বিচ্ছেদ করেন হালিমা। তা মেনে নিতে পারেননি রহিম। সেই ক্ষোভের জেরে এর আগেও হালিমার বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে রহিমের বিরুদ্ধে। গতকাল রাতে ফের দুই সঙ্গীকে নিয়ে হালিমার বাড়িতে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। এনিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন হালিমার পরিবারের লোকজন।
হালিমা জানান, রাতে আমরা ঘুমোচ্ছিলাম। প্রথম বিস্ফোরণের শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। জানালা দিয়ে দেখি দু-তিন জন রয়েছে। তারমধ্যে একজন আমার প্রাক্তন স্বামী রহিম। বিয়ের পর থেকে রহিম আমার ওপর অত্যাচার চালাত। ২০২৩ সালে আমাদের ডিভোর্স হয়ে যায়। এখন আমার সঙ্গে ওর কোনও সম্পর্ক নেই। সেই রাগ থেকে এর আগেও বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। গতকাল আমাদের বাড়িতে বোমাবাজি করা হয়েছে। আমরা ফের পুলিশের দ্বারস্থ হতে চলেছি।
অভিযুক্ত স্বামী মহম্মদ রহিম জানান, মিথ্যে অভিযোগ। আমার সঙ্গে ওর বিয়ে হয়েছিল। কিন্তু পরে আমাদের ডিভোর্স হয়ে যায়। আমি ছেলেমেয়েদের নিয়ে থাকছি। গত দু’বছর ধরে ওর সাথে কোনও যোগাযোগ নেই। এখন মিথ্যে অভিযোগ করে আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে। এর পেছনে ওদের কোনও ষড়যন্ত্র রয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments