জুয়ার টাকা না পেয়ে বাড়িতে ঢুকে বোমাবাজি, আহত ৫ মহিলা
জুয়া খেলার টাকা না পেয়ে বাড়িতে ঢুকে ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠল কালিয়াচকে। আহত একই পরিবারের ৫ জন মহিলা। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার শেরশাহি মহেশপুর এলাকায়।
আহত মহিলারা হলেন মহফুরা বিবি (৩০), মুন্নি খাতুন (২৫), জাকিরা বিবি (৩২), সাইরুন খাতুন (৩০) ও সাবিরা বিবি (৫০)। আহতদের মধ্যে দুজনকে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। বাকিরা কালিয়াচক সিলামপুর হাসপাতালে চিকিৎসাধীন। কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। অভিযুক্তদের খোঁজে পুলিশি তল্লাশি জারি রয়েছে।
প্রতিদিন মালদার টাটকা নিউজ হোয়াটস্ অ্যাপে পেতে ক্লিক করুন
Komentar