আমবাগান থেকে উদ্ধার বোমা, নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড
ফের বোমা উদ্ধার মালদায়। এবারে হবিবপুরের সীমান্ত এলাকায়। বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে বম্ব স্কোয়াড।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে আইহো গ্রামপঞ্চায়েতের বকশিনগর এলাকার আমবাগানে মধ্যে বেশ কয়েকটি বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় কিছু মানুষ। নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় হবিবপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াডের কর্মীরা। বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়। আমবাগান থেকে উদ্ধার হওয়া বোমাগুলি খুবই শক্তিশালী বলে বম্ব স্কোয়াড সূত্রে জানা গিয়েছে।
হবিবপুর থানার আইসি অমিতাভ সরকার জানান, বোমাগুলিকে উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। উদ্ধার হওয়া কে বা কারা মজুত করেছিল তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, কোনও অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত দুষ্কৃতিরা বোমাগুলিকে মজুত করেছিল।
[ আরও খবরঃ ট্রেনের ধাক্কায় মৃত বৃদ্ধা, দেহ উদ্ধার ১২ কিমি দূরে ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments