ভোটকেন্দ্রে পড়ে রয়েছে বোমা, বন্ধ রাখা হল স্কুল
কয়েকদিন আগেই ভোট নেওয়া হয়েছিল স্কুলে। সেই সময় ব্যাপক বোমাবাজি ভাঙচুরের অভিযোগ উঠেছিল। আজ ওই স্কুল চত্বর থেকেই উদ্ধার হল এক জোড়া বোমা। ঘটনাটি চাঁচলের খরবা গ্রাম পঞ্চায়েতের গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের। খবর পেয়ে গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েছে বম্ব স্কোয়াড।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে ওই স্কুল চত্বরে দুটি বোমা দেখা যায়। নিমেষে খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক দেখা দেয়। বাচ্চাদের স্কুলে পাঠাননি অভিভাবকরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থলে এসে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীও।
স্কুলের এক শিক্ষক জানিয়েছেন, তাঁরা অন্য স্কুলে ভোট নিতে গিয়েছিলেন। এই স্কুলেও ভোট নেওয়া হয়েছিল। সেই সময় ব্যাপক গণ্ডগোল হয়েছিল এলাকায়। স্কুলে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছিল। আজ স্কুল চত্বর থেকে বোমা উদ্ধার হয়েছে। এলাকার লোকজন, পড়ুয়াদের পাশাপাশি শিক্ষকরাও আতঙ্কিত। প্রশাসনের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছেন শিক্ষকরা।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments