মেয়েদের মঙ্গল কামনায় বোন ফোঁটার আয়োজন মালদা শহরে
বোনেদের মঙ্গল কামনায় বোন ফোঁটার আয়োজন করল মালদার মেয়েরা। প্রতি বছর গুরু পূর্ণিমার তিথিতে “বোন রে তোর বাড়ুক আয়ু, জীবন যমে পড়ুক কাঁটা, শাস্ত্রগুরু চোখ রাঙালেও বোনকে বাঁচাক আশিস ফোঁটা” এই মন্ত্রোচ্চারণ করেই বোনেদের মঙ্গল কামনা করেন বোনেরা।
বছর পাঁচেক আগে একে অপরের মঙ্গল কামনায় এই অনুষ্ঠান শুরু করেছিলেন মালদা শহরের মেয়েরা। সেই সময় থেকে প্রতি বছর বোন ফোঁটার এই অনুষ্ঠান চলে আসছে। শুক্রবার সকালেও মালদা শহরের এলআইসি মোড় সংলগ্ন মালদার উঠোনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমস্ত রীতি মেনে একে অপরের দীর্ঘায়ু কামনা করে ফোঁটা দেন সকলে।
সুদেষ্ণা মৈত্র জানান, গত পাঁচ বছর ধরে আমরা এই অনুষ্ঠান করছি। এই উৎসবের মাধ্যমে আমরা দিদি-বোনদের পাশে দাঁড়িয়ে তাঁদের মঙ্গল কামনা করছি। বোন ফোঁটার জন্য আমরা নিজেরাই মন্ত্র তৈরি করেছি। সেই মন্ত্রোচ্চারণ করেই আমরা বোনদের মঙ্গল কামনা করে আসছি। আমরা চাই আগামী দিনেও এভাবেই বোনেদের মঙ্গল কামনায় এভাবেই বোন ফোঁটা পালিত হোক।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios