top of page

অন্তঃসত্ত্বা প্রথম প্রেমিকা এদিকে যুবক মশগুল অন্যপ্রেমে

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার সঙ্গে সহবাসে অন্তঃসত্ত্বা যুবতি৷ এরপরে ওই যুবতির সঙ্গে বিয়ে করতে নারাজ প্রেমিক৷ কারণ, তখন সে দ্বিতীয় প্রেমে মত্ত৷ অবশেষে সেই প্রেমিকের বিরুদ্ধে আজ পুলিশের দ্বারস্থ হয়েছেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা যুবতি৷ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে।


প্রেমিকের বিরুদ্ধে আজ পুলিশের দ্বারস্থ হয়েছেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা যুবতি

গত ৬ মাস আগে স্থানীয় সোয়াগ শেখ নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই যুবতির৷ এরপরেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করে সে৷ অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই যুবতি৷ বিষয়টি প্রেমিককে জানালে, প্রেমিক তাঁর ডাক্তারি পরীক্ষা করিয়ে সমস্ত বিষয়টি লুকিয়ে রাখতে বলে৷ প্রেমিকের কথা মতো কাউকে কিছু জানাননি ওই যুবতি৷ গত শনিবার এলাকার বাসিন্দারা সোয়াগকে অপর এক যুবতির সঙ্গে হাতেনাতে ধরে ফেলে৷ এরপরেই সোয়াগ সাফ জানিয়ে দেয় ওই যুবতিকে বিয়ে করবে না সে৷ অবশেষে ওই যুবতি পরিবারের লোকজনকে সমস্ত ঘটনা জানান৷ এনিয়ে গতকাল এলাকায় সমাজ বসে৷ সমাজ এই ঘটনার মীমাংসা করতে না পেরে থানায় অভিযোগ দায়ের করতে বলে৷ এদিন ওই যুবতি মালদা থানায় সোয়াগের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন৷


এই ঘটনায় ওই যুবতির সোয়াগের শাস্তির দাবি তুললেও, পরিবারের সদস্যরা সোয়াগের সঙ্গে ওই যুবতির বিয়ে দিতে চাইছেন।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page