top of page

দাদাকে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে

দাদাকে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার সুজাপুর চাষপাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভরতি করলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।


মৃত ব্যক্তির নাম বাদরুদোজা সেখ। বাড়ি কালিয়াচক থানার সুজাপুর চাষপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বাদরুদোজা প্রচণ্ড নেশা করত। গতকাল রাতে সে নেশা করে বাড়িতে ঢুকে বাড়ির আসবাবপত্রের পাশাপাশি পরনের জামা কাপড় আগুনে পুড়িয়ে দিয়েছিল। সেই সময় ছোটো ভাই ওবায়দুল্লাহ বাদরুদোজাকে আটকানোর চেষ্টা করে। কিন্তু বাদরুদোজাকে আটকাতে ব্যর্থ হলে সে কাঠের বাটাম দিয়ে মাথায় আঘাত করে।



খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে পাঠায়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page